দেশের তৃতীয় গ্রাহক সেরা মোবাইল ফোন অপারেটর রবি নিজেদের জন্যে একটি সাবসিডিয়ারি কোম্পানি করার জন্যে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র কাছে আবেদন করেছে। কিন্তু এমন কোম্পানি করার অনুমোদন দেবে না বিটিআরসি। এতে আইনের ব্যত্যয় হতে পারে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা।
জানা গেছে, রবি তাদের নিজেদের জন্যে এবং অন্য সব টেলিযোযোগ কোম্পানির ব্যবহারের জন্যে এমন একটি কোম্পানি করতে চায় যারা দেশের বিভিন্ন এলাকায় পোল-টাওয়ার তৈরী করবে। পরে সেটি ভাড়াও দেবে। গত ১৮ মে এ সংক্রান্ত একটি আবেদন তারা বিটিআরসিতে পাঠায়। কিন্তু কয়েক দফা কমিশন বৈঠক করে এ বিষয়ে সম্মতি দেওয়ার যৌক্তিকতা দেখছে না বলে বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে।তবে রবি বলছে, গ্রামীণফোন তাদের কোম্পানি ভেঙে জিপি আইটি নামে অপর একটি কোম্পানি করেছে। গ্রামীণফোনকে সুযোগ দেওয়া হলেও রবি কেনো একই সুযোগ পাবে না। এর উত্তরে বিটিআরসি বলছে, গ্রামীণফোন প্রথমে তাদের নিজেদের কোম্পানির ভেতরে তাদেরই ব্যবহারের জন্যে আলাদা একটি ডিপার্টমেন্ট করেছিল। পরে সেখান থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র কোম্পানি করেছে। এতে বিটিআরসি’র বাঁধা দেওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে বিটিআরসি বলছে, এমন কোম্পানি করলে যে কেউ সেটা কারতে পারে।
এ বিষয়ে রবি’র সিনিয়র ভাইস প্রেসিডিমেন্ট মাহমুদুর রহমান বলেন, তারা এমন একটি আবেদন করেছিলেন যা সকলেরই কাজে লাগতে পারত। তবে এখনো এ বিষয়ে বিটিআরসি’র কোনো উত্তর এখনো পাননি বলেও জানান তিনি।
Source:http://tech.priyo.com/
No comments:
Post a Comment